Opinion Poll 2023 : পঞ্চায়েত ভোটে কি ফের তৃণমূলের দাপট ? নাকি ছাপ ফেলবে বিরোধীরা ? কী বলছে সমীক্ষা ?
উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান থেকে বাঁকুড়ার মতো জেলা পরিষদে গতবার একটিও আসনে জিততে পারেনি বিরোধীরা। সি ভোটারের ওপিনিয়ন পোলে আভাস, এবার সেই ছবিটা কিছুটা হলেও বদলাতে পারে। হাওড়া, মালদার মতো জেলা পরিষদে তৃণমূলের এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে বলেই ইঙ্গিত সি ভোটারের ওপিনিয়ন পোলে।
Tags :
Elections Election Commission Opinion Poll Panchayat Election WB Panchayat Election 2023 Panchayat Poll 2023 Election Commission WB Panchayat Election Schedule WB Panchayat Election Date WB Panchayat Poll 2023 Panchayat Election 2023