Cabinet Oath Taking: মমতার মতো নেত্রী শুধু ভারতবর্ষে না, গোটা পৃথিবীতে মেলা ভার : মানস ভুঁইয়া

আজ রাজ্য মন্ত্রিসভায় শপথ নিলেন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। শপথ নিলেন মানস ভুঁইয়া (Manas Bhunia)। শপথ নেওয়ার পর তিনি বলেন, ‘যে কাজগুলি অসম্পূর্ণ আছে সেগুলি পূর্ণ করব। সবং, মেদিনীপুর ও বাংলার মানুষের জন্য কাজ করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে চলব। আমি অন্য একটি দলে যুক্ত ছিলাম। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে গ্রহণ করেছেন। আমি এখন তাঁর কর্মী হিসাবে কাজ করব। মমতার মতো নেত্রী শুধু ভারতবর্ষে না, গোটা পৃথিবীতে মেলা ভার।’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola