Suvendu Adhikari। ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভার দিনই সন্দেশখালিতে সভা শুভেন্দুর। ABP Ananda
ব্রিগেডে তৃণমূলের (TMC) জনগর্জন সভার দিনই সন্দেশখালিতে সভা শুভেন্দুর (Suvendu Adhikari)। হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে কাল ন্যাজাটের দক্ষিণ আক্রাতলায় সভা বিজেপির। কাল সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে সভা করার অনুমতি হাইকোর্টের। তবে কোনও রকম উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না, নির্দেশ আদালতের। ন্যাজাট থানার দক্ষিণ আক্রাতলায়, শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। ১০ মার্চ সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সভা করার অনুমতি দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। সভায় কোনও উস্কানিমূলক বক্তব্য পেশ করা যাবে না বলেও জানিয়ে দিল হাইকোর্ট।
Tags :
Bangla News Sandeshkhali ABP Ananda LIVE Suvendu Adhikari ABP Ananda Digital ABP Ananda Live Tv Bengali ABP Ananda Bengali News ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News ABP Ananda Youtube Channel #POLITICS Sandeshkhali Chaos Sheikh Shahjahan TMC Brigade