Panchayat Election : ফের প্রশ্নের মুখে কমিশন, আরও বাহিনী চেয়ে চিঠি, পঞ্চায়েত অশান্তির রিপোর্ট তলব
Continues below advertisement
হাইকোর্টে ফের প্রশ্নের মুখে রাজ্য নির্বাচন কমিশন। 'এখনও স্পষ্ট নয় কমিশনের পরিকল্পনা', মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির। 'চাইলে আরও বাহিনীর জন্য আবেদন করতে পারবে কমিশন', জানিয়ে দিল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। '২০১৩-র মডেল অনুসরণ করলে আরও কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব।' আদালতে জানালেন কেন্দ্রের আইনজীবী। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। হাইকোর্টের বিচারপতির মন্তব্য, 'নজরদারির জন্য আপনারা কী পদক্ষেপ নিয়েছেন সেটা স্পষ্ট নয়। এখনও রাজ্য নির্বাচন কমিশনের কোনও পরিকল্পনা আদালতের কাছে স্পষ্ট নয়।'
Continues below advertisement
Tags :
Elections Panchayat Election Panchayat Election 2023 WB Panchayat Election 2023 Panchayat Poll 2023 WB Panchayat Election Schedule WB Panchayat Election Date WB Panchayat Poll 2023