Top News : গণনার ১০ দিন পরেও থাকবে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ হাইকোর্টের | ABP Ananda LIVE
Morning Headlines: ভোটের পরে হিংসার আশঙ্কা। গণনার ১০ দিন পরেও থাকবে কেন্দ্রীয় বাহিনী। অতীত উদাহরণ টেনে নির্দেশ হাইকোর্টের। ৪৮৫ কোম্পানি নিয়ে এখনও ধোঁয়াশা।
সন্ত্রাসের পরেও স্পর্শকাতর বুথে নয় বাড়তি বাহিনী। বুথে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের সঙ্গে রাজ্যের ১ সশস্ত্র পুলিশ। ভোটের লাইনের দায়িত্বে সিভিক।
২৯দিনে রাজ্যে প্রাণ গেল ১৭জনের! কুলপিতে আক্রান্ত কংগ্রেস নেতার মৃত্যু। বীরভূমে বিজেপি নেতাকে খুনের অভিযোগ। বেলডাঙায় ফের বিস্ফোরণে মৃত্যু।
ভোটের আগেই বেলাগাম হিংসা। মহাভারত থেকে রবীন্দ্রনাথ, শেক্সপিয়র। বাছা বাছা বিশেষণে কমিশনকে বোসের বাউন্সার।
কৃষ্ণের মতো শান্ত থেকে কংসের মতো আচরণ করবেন না। কমিশনকে আক্রমণে রাজ্যপাল। গঙ্গাজলেও হাতের রক্ত ধুতে পারবেন না বলে হুঁশিয়ারি।
নকল ব্যালট নিয়ে বিরোধীদের আশঙ্কা এবার রাজ্যপালের গলায়। কমিশনকে তদন্তের নির্দেশ।
রাজধর্ম নিয়ে কমিশনকে রাজ্যপালের কড়া বার্তা। পাল্টা জবাব অভিষেকের।
দঃ ২৪ পরগনা, কোচবিহারের পর আজ মুর্শিদাবাদে যাচ্ছেন রাজ্যপাল। কথা বললেন কুলপির নিহত কংগ্রেস প্রার্থীর পরিবারের সঙ্গে।
সংঘাত এবার সমমুখসমরে। নন্দীগ্রামে মুখোমুখি শুভেন্দু-কুণাল। চোর চোর স্লোগানের পাল্টা প্রায় চলন্ত গাড়ি থেকে নেমে হুঁশিয়ারি।
ভোট লুঠ আটকাতে বিরোধী এজেন্টদের একজোট হওয়ার ডাক শুভেন্দুর।
প্রার্থী দিতে না পারার ব্যর্থতা ঢাকতে অশুভ জোটের চক্রান্ত, পাল্টা অভিষেক।
ভোটের দিন নন্দীগ্রামের নন্দনায়েকবাড়ে নিজের বুথ ছাড়া অন্য কোথাও যেতে পারবেন না শুভেন্দু। নোটিস দিল পুলিশ। মানব আইন, কিন্তু কেউ আক্রান্ত হলে পাশে দাঁড়াব, বললেন শুভেন্দু।
তৃণমূল হারলেও, সরকারি পরিষেবা মেলার আশ্বাস অভিষেকের। ভিন্ন সুর নেতাদের। (অ্যাম... তৃণমূল না জিতলে মিলবে না রাস্তা-আলো-পানীয় জল।
কপ্টার বিভ্রাটে চোট। হাঁটু থেকে ফ্লুইড বের করার পরে এসএসকেএম থেকে ফিরলেন মমতা। বিশ্রাম নেওয়ার পরামর্শ চিকিৎসকদের।
বিশ্বকাপের কাউন্টডাউন শুরু। তার মধ্যেই শহরে পা বিশ্বকাপের ট্রফির। টুর্নামেন্টের বিভিন্ন ভেন্যু ঘুরে কলকাতায় এল ট্রফি। অনুষ্ঠানে যোগ দিলেন ঝুলন গোস্বামী।