Central Fund: মসনদে বসার পরই রাজ্যগুলিকে করের অতিরিক্ত কিস্তির টাকা NDA সরকারের। ABP Ananda Live
ABP Ananda Live: মসনদে বসার পরই রাজ্যগুলিকে করের অতিরিক্ত কিস্তির টাকা এনডিএ সরকারের। রাজ্যগুলিকে করের ১ লক্ষ ৩৯ হাজার ৭৫০ কোটি টাকা দিল কেন্দ্র। বাংলা পেল ১০ হাজার ৫১৩ কোটি টাকা। সব থেকে বেশি ২৫ হাজার ৬৯ কোটি টাকা পেয়েছে উত্তরপ্রদেশ। বিহার পেয়েছে ১৪ হাজার ৫৬ কোটি টাকা। মধ্যপ্রদেশকে ১০হাজার ৯৭০ কোটি টাকা।
অন্য়দিকে, কোলাঘাটে (Kolaghat) মজুত বেআইনি বাজিতে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বাড়িমালিক। পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে পাকড়াও আনন্দ মাইতি। রবিবার রাতে কোলাঘাটের পয়াগ গ্রামে বিস্ফোরণ।
উল্লেখ্য় গতকাল এগরার খাদিকুলে ভয়াবহ বিস্ফোরণের পর বছর ঘুরতে না ঘুরতেই এবার কোলাঘাটে বিস্ফোরণ ঘটল। কোলাঘাটের পয়াগ গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ। বিস্ফোরণের অভিঘাতে আশেপাশের অন্তত ৪-৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল রাত ১০টা নাগাদ বিস্ফোরণে কেঁপে ওঠে পয়াগ গ্রাম ও আশেপাশের এলাকা। স্থানীয় সূত্রে খবর, এই গ্রামে বেশ কিছু বাড়িতে বেআইনি বাজি তৈরি হত। গত বছরের ১৬ মে, এগরার খাদিকুলে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছিল। মৃত্যু হয় বেআইনি বাজি কারখানার মালিক ভানু বাগ-সহ ১২ জনের। এরপরেও কীভাবে বেআইনি বাজি কারখানা চলছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।