Panchayat Election : দেওয়াল লিখনকে কেন্দ্র করে ফের উত্তপ্ত ভাঙড়, অভিযোগের তির তৃণমূলের দিকে
দেওয়াল লিখনকে কেন্দ্র করে ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। ভগবানপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বোমাবাজি। অভিযোগের তির তৃণমূলের দিকে। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান আইএসএফ কর্মীরা। আইএসএফের দাবি, তাদের প্রার্থীদের দেওয়াল লেখায় বাধা দিয়ে, ভয় দেখাতে বোমা ছোড়া হয়। এমনকি, আইএসএফ প্রার্থীর দেওয়াল লিখনের ওপর বোমার দাগ স্পষ্ট। তৃণমূলের পাল্টা দাবি, ভোটের আগে বোমা মজুত করে তাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে আইএসএফ।
Tags :
Elections Panchayat Election WB Panchayat Election 2023 BHANGAR Panchayat Poll 2023 WB Panchayat Election Schedule WB Panchayat Election Date WB Panchayat Poll 2023 Panchayat Election 2023