Panchayat Election:মনোনয়ন পর্বের পঞ্চম দিনেও অগ্নিগর্ভ ভাঙড়,আক্রান্ত এবিপি আনন্দ | ABP Ananda LIVE

Panchayat Election 2023: ভাঙড়ে (Bhangar) শাসকের 'অপারেশন-মনোনয়ন (Opraration Nomination)'। আক্রান্ত এবিপি আনন্দ (ABP Ananda LIve)। ছবি তুলতে বাধা। সাংবাদিকদের হুমকি। মনোনয়ন পর্বের পঞ্চম দিনেও অগ্নিগর্ভ ভাঙড়। গতকালের ধুন্ধুমার কাণ্ডের পর, আজও দুষ্কৃতীদের মুক্তাঞ্চল বিডিও অফিস চত্বর (BDO Office)। সকাল ১১টায় মনোনয়ন শুরু হতে না হতেই আবার বোমার আওয়াজে কাঁপল ভাঙড় এক নম্বর বিডিও অফিস চত্বর। কোথায় ১৪৪ ধারা (Section 144)! রাজ্য নির্বাচন কমিশনের যাবতীয় বিধিনিষেধকে হেলায় উড়িয়ে বাঁশ, লাঠি, গাছের ডাল হাতে নিয়ে মনোনয়ন জমা দিতে হাজির তৃণমূল (TMC) ও যুব তৃণমূলের কর্মী সমর্থকরা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola