Panchayat Election: পঞ্চায়েত ভোটের মুখে তৃণমূল-বিজেপি সংঘর্ষে ফের উত্তপ্ত ময়নার ইজমালিচক
WB Panchayat Election: পঞ্চায়েত ভোটের মুখে তৃণমূল (tmc) -বিজেপি (BJP) সংঘর্ষে ফের উত্তপ্ত ময়নার (Moina) বাকচা গ্রাম পঞ্চায়েতের ইজমালিচক। এলাকা দখলকে কেন্দ্র করে বাড়ি ভাঙচুর, বোমাবাজি। লুঠপাটও চলে বলে অভিযোগ। উভয় পক্ষের বেশ কয়েকজন আহত। বোমার আওয়াজে এক অন্তঃসত্ত্বা অসুস্থ হয়ে পড়েন বলে গ্রামবাসীদের দাবি। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বোমার টুকরো, সুতলি। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে বিজেপি। গন্ডগোলের জন্য পাল্টা গেরুয়া (BJP) শিবিরকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল। ABP Ananda LIVE