Chhatradhar Mahato Arrest: 'এই সময় গ্রেফতারের পিছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে', ছত্রধরে গ্রেফতারি প্রসঙ্গে প্রতিক্রিয়া Kunal Ghosh-এর
লালগড়ে ভোট পর্ব মিটতেই গ্রেফতার ছত্রধর মাহাতো। ২০০৯ সালে রাজধানী এক্সপ্রেসে মাওবাদী হামলার ঘটনায় তৃণমূল নেতা ছত্রধর মাহাতোকে গ্রেফতার করল এনআইএ। ১২ বছর আগে ঝাড়গ্রামের বাঁশতলায় রাজধানী এক্সপ্রেসে মাওবাদী হামলার ঘটনায় নাম জড়ায় তৎকালীন জনসাধারণ কমিটির মুখপাত্র ছত্রধর মাহাতোর। যিনি এখন তৃণমূলের রাজ্য সম্পাদক। সেই মামলার তদন্তে গতকাল লালগড়ে ছত্রধরের বাড়িতে যায় এনআইএ-র ৪০ জনের দল। সেই মামলাতেই রাষ্ট্রদ্রোহিতা ও বেআইনি কার্যকলাপ বিরোধী আইন বা UAPA-তে তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়।
এই নিয়ে তৃণমূল নেতা (TMC) কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "মামলার বিস্তারিত এবং মামলা সংক্রান্ত যে আইনি প্রক্রিয়া চলছে তার খুঁটিনাটি তথ্য সংগ্রহের আমরা চেষ্টা করছি। ততক্ষণ পর্যন্ত মামলার মেরিট নিয়ে আমি কোনও মন্তব্য করছি না। অর্থাৎ মামলার আইনি পক্রিয়া ঠিক কী অবস্থায় আছে সেই জায়গাটি নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না। কিন্তু সময়ের কথা বললে বলা যায়, ছত্রধর যদি কোনও সাম্প্রতিক ঘটনায় গ্রেফতার হতেন তবে তা এক ধরনের আলোচনার বিষয়বস্তু হতো। কিন্তু তাঁকে যে মামলায় গ্রেফতার করা হয়েছে সেটি একটি পুরনো দিনের ঘটনা বলে আমরা খবর পাচ্ছি। বিধানসভা নির্বাচনের মুখে ডাকাডাকি এবং শেষ পর্যন্ত গ্রেফতার এই সময়টার পিছনে একটা রাজনৈতিক অভিসন্ধি রয়েছে।"