Chok Bhanga 6ta: '৩০-এর বেশি আসন মোদিকে দিন, তাহলে...', কী প্রতিশ্রুতি শাহের ?

৪৩ ডিগ্রি গরমের মধ্যে ৪২ আসনের লড়াই। তীব্র তাপদাহে বাড়ি থেকে বেরনো দায়, কিন্তু এই ভোটবঙ্গে প্রচারে রাজনীতির কুশীলবদের অক্রমণ প্রতি আক্রমণের যা ঝাঁঝ তাতে গরম কে কিছুটা নরমই মনে হয়। এই যেমন মেমারিতে এসে মমতা-অভিষেককে যখন একযোগে আক্রমণ শানাচ্ছেন অমিত শাহ, তখন মালদা থেকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালির প্রসঙ্গ তুলে আবার আক্রমণ শানালেন যোগী আদিত্যনাথ। এদিকে আবার বসিরহাটের বিজেপি প্রার্থীকে বাধা দিয়ে উঠল স্লোগান, অভিযোগের তির তৃণমূলের দিকে

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola