West Bengal Assembly Election 2021: আমহার্স্ট স্ট্রিটে BJP-র রোড শো-তে ধুন্ধুমার

Continues below advertisement

আমহার্স্ট স্ট্রিটে (Amherst Street) বিজেপির (BJP) রোড শো (Road Show) ঘিরে উত্তপ্ত এলাকা। বুধবার বিকেলে আমহার্স্ট স্ট্রিটে থেকে শুরু হয় বিজেপির রোড শো। ঋষিকেশ মুখার্জি পার্ক (Rishikesh Mukherjee Park) থেকে লেবুতলা পার্ক (Lebutala Park) পর্যন্ত এই রোড শোয়ে উপস্থিত মুকুল রায় (Mukul Roy), রাজীব বন্দ্যোপাধায়ায় (Rajib Banerjee), শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary), অর্জুন সিংহ (Arjun Singh)। রোড শোয়ে শুভেন্দুকে দেখানো হল কালো পতাকা (Black flag)। মিছিলে বিজেপি নেতাদের লক্ষ্য করে ছোঁড়া হয় জুতো।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram