Top News: ভোটে লাগাতার সন্ত্রাস, রাষ্ট্রপতি শাসনের দাবি শুভেন্দুর | ABP Ananda LIVE

Morning Headlines: ভোটে লাগাতার সন্ত্রাস। রাষ্ট্রপতি শাসনের দাবি শুভেন্দুর। মণিপুরে কী হবে, পাল্টা কুণাল।


বহু বুথে দেখা গেল না কেন্দ্রীয় বাহিনী। বুথ খালি করে দেদারে চলল ছাপ্পা! কোথাও অভিযুক্ত তৃণমূল, কোথাও সিপিএম। ভাঙড়ে ভোট শেষে রাতে এল বাহিনী।


কোথাও ব্যালট জলে। কোথাও বাক্সেই ঢালা হল জল! কোথাও পড়ে মাঠে। ধরানো হল আগুন। সিউড়িতে লোফালুফি! আছড়ে ভাঙা হল বাক্স।


 সন্ত্রাসের শিকার ভোটকর্মীরা। কলকাতায় প্রতিবাদ মিছিলের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের । যাচ্ছে আদালতেও। রাজ্য নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ বাম-বিজেপির। 

 ভোটের দিনও নেই কেন্দ্রীয় বাহিনী! খানাকুলে গুলিবিদ্ধ ৩ ভোটার। সন্ত্রাসের শিকার ভোটকর্মীরাও। কোথাও আক্রান্ত পুলিশ, কোথাও জওয়ান।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola