Corona: 'বহিরাগতরা এসে বাংলায় কোভিড ছড়াচ্ছে', কটাক্ষ মমতার, 'হাওয়া গরম করছেন', পাল্টা জয়প্রকাশ

Continues below advertisement

বহিরাগতরা এসে বাংলায় কোভিড ছড়াচ্ছে, এই ভাষাতেই বিজেপিতে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা হাওয়া গরম করছেন বলে তোপ জয়প্রকাশ মজুমদারের। মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, "গুজরাত থেকে লোক আসে প্যান্ডেল করতে। খাবার বানাতে লোক আসে দিল্লি থেকে। সব বহিরাগত। কোভিড নিয়ে এসেছে বাংলায়। বাংলায় কোভিড ছড়িয়ে দিয়ে চলে যাচ্ছে। প্রধানমন্ত্রীর কাজ নেই, কোথাও উনি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন, তা না করে  বাংলা কী করে দখল করা যায় তার জন্য প্ল্যানিং করছে।"

পাল্টা বিজেপি (BJP) নেতা জয়প্রকাশ মজুমদার (Jay Prakash Majumder) বলেন, "এগুলো মনগড়া কথা। নির্বাচনের সময় হাওয়া গরম করা কথা বলতে হয় তাই জন্য এসব বলছেন মুখ্যমন্ত্রী। বাইরের থেকে প্যান্ডেল তৈরি করতে লোক আসছেন কেন? কেনই বা পশ্চিমবঙ্গে প্যান্ডেল করার লোকের দরকার পড়ছে, তাহলে কি পশ্চিমবঙ্গের সমস্ত শ্রমিকরা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে গেছে?

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram