Coronavirus : একদিনে রাজ্যে সংক্রমিত ৫ হাজার ৮৯২
ক্রমশ বাড়ছে করোনা, সর্বদলীয় বৈঠক ডাকল কমিশন। শুক্রবার সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন। করোনা পরিস্থিতিতে কীভাবে ভোটের প্রচার হবে? সেই বিষয় নিয়ে আলোচনা হবে।
বিভিন্ন জনসভায় জমায়েত নিয়ে সংযুক্ত মোর্চার প্রার্থী মহম্মদ সেলিম বলেন, "আমরা সিদ্ধান্ত নিয়েছি পরের পর্যায়গুলির প্রচারে যথাসম্ভব বড় ভিড় এড়িয়ে চলা হবে। মানুষকে সচেতন, নির্বাচন কর্মীকে সচেতন করা হবে। আক্রান্ত মানুষের পাশে দাঁড়াব।
অন্যদিকে, রাজ্যে একদিনে করোনায় ২৪ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে একদিনে করোনা সংক্রমণ ৬ হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫ হাজার ৮৯২ জন। গতকালের তুলনায় আক্রান্ত ১ হাজারের বেশি মানুষ। কলকাতাতেই আক্রান্ত সবচেয়ে বেশি, ১ হাজার ৬০১ জন।
Tags :
Covid-19 Corona ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Second Wave Of Corona