Panchayat Election: গণনা কেন্দ্রের পাশেই পড়ে আধ পোড়া ব্যালট পেপার! ছবি প্রকাশ্যে আসতেই বিতর্ক

ভোটের (Panchayat Election) ফল ঘোষণার ৩ দিন পর, পশ্চিম মেদিনীপুরের (West Mindapore) নারায়ণগড়ে গণনা কেন্দ্রের পাশেই পড়ে থাকতে দেখা গেল আধ পোড়া ব্যালট পেপার (Ballot Paper)। নেকুড়সেনি বিবেকানন্দ বিদ্যাভবনে গণনা হয়েছিল। নারায়ণগড় ব্লকের একাধিক জায়গায় তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ তোলে বিরোধীরা। বিজেপির দাবি, গতকাল গণনা কেন্দ্রের পাশে ধোঁয়া দেখে তাদের কর্মীরা সেখানে যান। ভাইরাল ভিডিয়োয় দেখা যায়, বিজেপি ও তৃণমূলে ছাপ মারা বেশ কিছু আধপোড়া ব্যালট পড়ে আছে। ভোটিং সিল মিলেছে। বিজেপির দাবি, প্রশাসনের সহযোগিতায় তৃণমূল এভাবেই ভোট লুঠ করেছে। তৃণমূলের দাবি, ভোট করাতে আসা সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরাই বিজেপির মদতে এই ষড়যন্ত্র করেছে। সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola