Covid19 Update: অগুনতি চিতা জ্বলছে একসঙ্গে, গাজিপুর শ্মশানে সারি সারি মৃতদেহ পড়ে

Continues below advertisement

দিল্লিতে করোনায় মৃত্যু মিছিল অব্যাহত। গাজিপুর শ্মশানে সারি সারি পড়ে মৃতদেহ। অন্যদিকে দিল্লিতে অক্সিজেন ও করোনার ওষুধের কালোবাজারির অভিযোগ। কেজরিওয়াল সরকারকে তীব্র ভর্ৎসনা দিল্লি হাইকোর্টের। 'এটা শকুনের মতো আচরণের সময় নয়। এটা কি মানুষের মতো আচরণ? দিল্লি সরকারের পুরো সিস্টেম ভেঙে পড়েছে। আপনাদের ক্ষমতা আছে। কালোবাজারি রুখতে ব্যবস্থা নিন।', অক্সিজেনের কালোবাজারি রুখতে দিল্লি সরকারকে নির্দেশ হাইকোর্টের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram