Covid Updates: মালদা ডিসিআরসি-তে শিকেয় করোনাবিধি, বহরমপুরে অসুস্থ ভোটকর্মী

Continues below advertisement

দেশে আরও ভয়ঙ্কর করোনা সংক্রমণ। বেলাগাম সংক্রমণের মধ্যে রাজ্যে ভোট। ডিসিআরসি-গুলিতে উধাও করোনা বিধি। বহরমপুরে অসুস্থ এক ভোটকর্মী। মালদার এসি-র ডিসিআরসিতে রয়েছেন দুই হাজারের কাছাকাছি মানুষ। প্রত্যেকেই ভোটকর্মী। তার আগে এখান থেকে ভিভিপ্যাট ও ইভিএম (EVM) সংগ্রহ করতে এসেছেন। প্রত্যেকের মুখে মাস্ক থাকলেও শারীরিক দূরত্ববিধি বজায় রাখা কার্যত অসম্ভব হয়ে পড়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram