Mamata Banerjee: CPM-BJP উত্তরবঙ্গের জন্য কিচ্ছু করেনি : মমতা | ABP Ananda Live

Continues below advertisement

Panchayat Election 2023: 'আমরা এলাকার প্রায় সব চা-বাগান খুলে দিয়েছি'। ' বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল বাগান খোলার, কিন্তু ওরা করেনি তৃণমূল করেছে'। ' চা-বাগানের শ্রমিকদের জন্য আমরা ঘর বানিয়ে দেব'। ' চা-বাগানের শ্রমিকদের আমরা চা-বাগানের পাট্টা দেব, কাজ শুরু হয়ে গেছে'। ' সিপিএম-বিজেপি উত্তরবঙ্গের জন্য কিচ্ছু করেনি'। 'জলপাইগুড়িতে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র তৈরি হয়েছে'। ' মানুষের অভিয়োগের নিষ্পত্তির জন্যই দুয়ারে সরকার, সরাসরি মুখ্যমন্ত্রী করা হয়েছে'। ' ৩লক্ষ চা-শ্রমিককে পাকা বাড়ি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে'। 'শ্রমিকদের মজুরি এখন ৬৭টাকা থেকে বেড়ে প্রতিদিন ২৭২ টাকা হয়েছে'। 'আমার বিশ্বাস এবার জলপাইগুড়ি-কোচবিহারের মানুষ আমাদের পাশে থাকবে'। 'বিএসএফ-এর গুলিতে কোচবিহারে অনেকে মারা গেছে'। 'বিএসএফ-কে বলব নিরপেক্ষভাবে কাজ করতে'। ' মোদি আজ আছেন কাল নেই, আপনাদের তো দেশের সীমান্ত রক্ষা করতে হবে'। 'আজকেও সীমান্তে গুলিতে একজন মারা গেছেন, তার জন্য অ্যাকশন নেওয়া হবে'। ' যিনি মারা গেছেন তাঁর পরিবারের একজন হোম গার্ডের চাকরি পাবেন'। 'দেশকে বেচে দিচ্ছে কেন্দ্রীয় সরকার '। ' টোম্যাটোর দাম কেজিতে একশ টাকারও বেশি হয়ে গেছে দিল্লি-মুম্বাই-এ '। ' বাংলার মাটিতে ভয় দেখিয়ে কিছু করা যায় না'। ' আগে আমরা দেখতাম না, এবার পঞ্চায়েত জেতার পর দল নজর রাখবে'। ' কাউকে এক পয়সা দেবেন না, এসবই আপনার অধিকার'। ' কেউ টাকা চাইলে সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবেন'। ' পঞ্চায়েত থেকে জেলা পরিষদ সর্বত্র তৃণমূল জিতবে'। ' শান্তিতে নির্বাচন হবে, সবাই নিজের ভোট দেবে'। 'আগামীদিনে নরেন্দ্র মোদিকে সরানোর জন্য ভোট দেবেন'। ' এখানে আপনার অধিকার, নিরাপত্তা কেউ কেড়ে নেবে না'। ' রাজবংশী, কামতাপুরি, চা-শ্রমিক কারও অধিকার কেউ কেড়ে নিতে পারবে না'। ' শিল্প তৈরির জন্য উত্তরবঙ্গে অর্থনৈতিক করিডর তৈরি হচ্ছে' ' একশ দিনের টাকা আমরা কেন্দ্রীয় সরকারের থেকে ছিনিয়ে আনব'। ' ১২০০ টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল'। ' সব বন্ধ করলেও মুখ বন্ধ করতে পারবে না'। ' বিজেপির আয়ু আর মাত্র ৬ মাস'। 'আগামীবছর লোকসভা নির্বাচনে দেশ থেকে ধুয়ে যাবে বিজেপি'। ' দেশে এনআরসি করছে, এনকাউন্টার করে মানুষকে মারছে' ' বিদেশে গিয়ে নাম কুড়োনোর জন্য অন্য কথা বলছে'। ' কেন্দ্রের ডবল ইঞ্জিন ফুটো হয়ে গেছে'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram