Lok Sabha Vote: যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের দেওয়াল লিখনে কালির ছিটে

ABP Ananda LIVE: যাদবপুর(Jadavpur) লোকসভা(lok sabha) কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের (Srijan bhattyacharya) দেওয়াল লিখনে কালির ছিটে। সিপিএম (CPIM)প্রার্থীর দেওয়াল লিখনের ওপর বড় বড় করে লেখা টিএমসি। কোথাও আবার চুনের প্রলেপ দিয়ে সৃজন ভট্টাচার্যর নামে পুরো দেওয়াল লিখনটাই ঢেকে দওয়া হয়েছে। তৃণমূল পরিচালিত রাজপুর সোনারপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় দেখা গেল এমনই ছবি। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola