WB Election 2021 Candidate List: বিজেপির সঙ্গে 'বন্ধুত্ব' সিপিএম-কংগ্রেসের, আক্রমণ মমতার
Continues below advertisement
২৯১টি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ঘোষণা। পাহাড়ের ৩টি আসনে লড়বে না তৃণমূল কংগ্রেস। পাহাড়ের ৩টি আসনে বন্ধুরা লড়াই করবে। এবারের ভোটে তৃণমূলের ৫০জন মহিলা প্রার্থী। তফশিলি জাতি ৭৯, উপজাতি প্রার্থী ১৭। ৮০ ঊর্ধ্ব কেউ এবারের ভোটে প্রার্থী হচ্ছেন না। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, বহিরাগত গুণ্ডাদের দিয়ে বাংলা শাসন করতে দেব না। যারা রাজ্যের বাইরে থেকে প্রচারে আসছেন তারা বহিরাগত নন, কিন্তু রাজ্যের বাইরে থেকে হাজার হাজার গুণ্ডা ঢুকিয়ে দেওয়া হয়েছে। সাংবিধানিক পদে থেকেও অনেকে টাকা লেনদেন করছেন। বিজেপির সঙ্গে বন্ধুত্ব করেছে সিপিএম-কংগ্রেস।
Continues below advertisement
Tags :
Mamata Banerjee Bengal Elections Bengal Election 2021 Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls WB Election WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP West Bengal Elections With ABP Ananda WB Polls 2021 With ABP Ananda Congress WB Elections With ABP Ananda Candidate List Mamata Banerjee TMC Candidate List