Panchayat Election : প্রচার ঘিরে মেটেলিতে তুমুল অশান্তি, সংঘর্ষে জড়াল সিপিএম-তৃণমূল
WB Panchayat Election : পঞ্চায়েত ভোটের আগে জলপাইগুড়ির মেটেলিতে অশান্তি। তৃণমূল-সিপিএম সংঘর্ষ, আহত দুপক্ষের বেশ কয়েকজন। তৃণমূলের প্রচার সভা থেকে হামলার অভিযোগ মিছিলে হামলার অভিযোগ সিপিএমের। প্রথমে হামলা চালায় সিপিএমই, পাল্টা দাবি তৃণমূলের। পরস্পরের বিরুদ্ধে থানায় অভিযোগ দুই দলের।