Delhi election2025:মানুষ জানান দিল মানুষ দুর্নীতির সঙ্গে নেই,মানুষ নরেন্দ্র মোদির সঙ্গে আছে: সুকান্ত

ABP Ananda Live: 'আজকের ফলের পর মানুষ জানান দিল মানুষ দুর্নীতির সঙ্গে নেই, মানুষ নরেন্দ্র মোদির সঙ্গে আছে।  এবার আমাদের লক্ষ্য বাংলা। বাংলার বাইরে বসবাসকারী বাঙালিরাও ২৬ -র ভোটে ঝাঁপিয়ে পড়বে বাংলা জয়ের জন্য।' দিল্লি জয়ের পর বললেন সুকান্ত মজুমদার।   

 

ক্ষমতায় থাকতে রাজনীতিতে আসিনি, বিরোধী হিসেবেও মানুষের সেবা করবে AAP, হারের পর বললেন কেজরিওয়াল

আশাকরি বিজেপি প্রতিশ্রুতি পালন করবে। বিজেপি-কে অভিনন্দন। আমরা বিরোধী দলের ভূমিকা পালন করব। সুখে-দুঃখে মানুষের পাশে থাকব। ক্ষমতার লোভে রাজীনতিতে আসিনি। মানুষের সেবা করতে এসেছিলাম। আগামী দিনেও মানুষের সেবা করব। দলের সব কর্মী, সমর্থককে অভিনন্দন। অনেক পরিশ্রম করেছেন সকলে। ভাল লড়াই করেছেন: কেজরিওয়াল।

 

দিল্লি জয়ের পর বিজেপির কলকাতা দফতরে উৎসবের ছবি, ফেসবুকে খোঁচা দিয়ে পোস্ট বঙ্গ বিজেপির

দিল্লি জয়ের পর বিজেপির কলকাতা দফতরে উৎসবের ছবি। ফেসবুকে খোঁচা দিয়ে পোস্ট বঙ্গ বিজেপির। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola