Dev: কখনও হেঁটে, কখনও হুড খোলা গাড়িতে, ঘাটালে ভোট প্রচারে দেব | ABP Ananda LIVE
Lok Sabha Election Campaign: কখনও হেঁটে, কখনও হুড খোলা গাড়িতে, ঘাটালে ভোট প্রচারে(election campaign) দেব (Dev)। ঘাটালের (Ghatal)স্থানীয়দের সঙ্গে হাত মিলিয়ে কথাও বলেন অভিনেতা। এরপর হাঁটতে হাঁটতে আখের রস বিক্রেতার কাছেও পৌঁছে যান। সেখান থেকে আখের রসও কিনে খেলেন ঘাটালের তৃণমূল প্রার্থী