Dilip Ghosh: 'ঝড় হলেই তৃণমূলের লাভ', ফের বেলাগাম দিলীপ ঘোষ | ABP Ananda LIVE
West Bengal: 'বিজেপি (bjp)ঝড় করেছে নাকি? ঝড় হলেই তৃণমূলের (tmc)লাভ। ওরা চায় বন্যা, ভূমিকম্প হোক। সরকারে যারা আছে তাদের দায়িত্ব ওখানকার ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের মনোবল বাড়ানো এবং ক্ষতিপূরণ দিয়ে তাদের নিজের জীবনে ফিরিয়ে নিয়ে আসা', মন্তব্য দিলীপ ঘোষের(dilip ghosh)।