Dilip Ghosh: 'সঙ্ঘের লোকেরা বলেছিলেন আপনি না থাকলে পার্টিটার কী হবে', ফের বিস্ফোরক দিলীপ

ভোটে হারের পর কেন্দ্র বদল নিয়ে ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। 'পরাজয় শুধু একটা আসন বা রাজ্যে হয়নি, গোটা দেশেই হয়েছে। কেন্দ্র ও রাজ্যস্তরে অবশ্যই পর্যালোচনা হওয়া উচিত। জেতা আসন থেকে সরানো হল আমাকে, দেবশ্রী চৌধুরীকে, এটা হারার অন্যতম কারণ। কাঠিবাজি তো হয়েছেই। আমার আসন বদল নিয়ে অগ্নিমিত্রার মনেও প্রশ্ন ছিল। কিছু দালাল লোক পার্টিকে চালাচ্ছে। পশ্চিমবঙ্গে সংগঠন বলে কিছুই ছিল না। নাড্ডাজিকে বলেছিলাম, আমরা ৫টা আসনে জিততে পারি। কেন্দ্র বদল করতে হলে, আগে জানাতে পারতেন। সেজন্যই তো বলছি কাঠিবাজি হয়েছে।' ভোটে হারের পর সরাসরি নেতৃত্বের দিকে আঙুল দিলীপের।

'দিলীপ ঘোষের কাছে গেছিলাম, কিন্তু আমি একথা বলিনি। অমিত শাহ ও জে পি নাড্ডা যখন আমাকে মেদিনীপুরে দাঁড়াতে বলেছিলেন, তখন আমার কিছু বলার নেই। কেন দিলীপ ঘোষ বলছেন আমি শুভেন্দু অধিকারীর ক্যান্ডিডেট ? সম্পূর্ণ ভুল কথা, কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে ফোন করে দাঁড়াতে বলেছিলেন। মেদিনীপুরে আমি পেয়েছি ৬ লক্ষ ৭৫ হাজার ভোট, দিলীপ ঘোষ পেয়েছিলেন তিন বছর বিধায়ক থেকেও ৭ লক্ষ ৮৫ হাজার ভোট পেয়েছিলেন। দিলীপ ঘোষ ও আমার মধ্যে ১০ হাজার ভোটের পার্থক্য। আমি এটা বলতে পারব না দিলীপ ঘোষ থাকলে ওখানে জিততেন, আমি হারলাম, এটা বলা উচিত নয়।' দিলীপ ঘোষের দাবি খারিজ করে প্রতিক্রিয়া অগ্নিমিত্রা পালের।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola