Dilip Ghosh: কলকাতা দক্ষিণ কেন্দ্রে পরাজিত বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর পাশে দিলীপ
Continues below advertisement
গত ১ বছর ধরে সম্পূর্ণ সময় মেদিনীপুরে দিয়েছিলাম। টাকা পয়সা সময় সব দিয়েছি। আমাকে লড়তে দেওয়া হয়নি। তার রেজাল্ট সবাই দেখে নিয়েছে। ফের আক্রমণ দিলীপ ঘোষের।
কলকাতা দক্ষিণ কেন্দ্রে পরাজিত বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর পাশে দিলীপ ঘোষ। 'দেবশ্রী যেখানে কাজ করেছে মন্ত্রী ছিল, আমি তাঁকে বলেছিলাম তুমি মাটি কামড়ে পড়ে থাক, তুমিই জিতবে। সে আসন আমরা জিতেছি, আর যে কার্তিক পাল জিতেছে সে তাঁর কাউন্সিলর ছিল। তাঁকে কে চিনত ওখানে, সে একটা গ্রামীণ পুরসভার নেতা, সে জিতে গেল, দেবশ্রী জিতত না? এর পিছনে কী আছে, কেন করা হয়েছে, সেটা তো ভাবতে হবে।'
দিলীপের পাশে এবার বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। উনি হিমালয়ের মতো, একটা ভুল নিশ্চয়ই আমাদের হয়েছে. মন্তব্য বিজেপি বিধায়কের
Continues below advertisement