Dilip Ghosh: বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী হয়ে কর্মী সমর্থকদের উন্মাদনায় ভাসলেন দিলীপ ঘোষ
ABP Ananda LIVE: মেদিনীপুর (medinipur) থেকে বর্ধমান(burdawn)-দুর্গাপুর(durgapur) কেন্দ্রের প্রার্থী হয়ে কর্মী সমর্থকদের উন্মাদনায় ভাসলেন দিলীপ ঘোষ (dilip ghosh)। বর্ধমানে পৌঁছতেই দলের প্রার্থীকে সাড়ম্বরে স্বাগত জানালেন বিজেপির কর্মী সমর্থকরা। জয় আসবে বিপুল ভোটে, দাবি প্রত্যয়ী দিলীপের।