Dinesh Trivedi Resigns From Rajya Sabha: 'রাজনীতিতে হাতেখড়ি না হয়েই এখন নেতা হয়ে যাচ্ছে অনেকে', ইস্তফা প্রসঙ্গে প্রতিক্রিয়া দীনেশের

রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন দীনেশ ত্রিবেদী (Dinesh Trivedi)। আজ রাজ্যসভা থেকে ইস্তফা দেন এই তৃণমূল সাংসদ। 'দমবন্ধ হয়ে আসছে, এভাবে কাজ করা যাচ্ছে না', রাজ্যসভায় জানান তিনি। রাজ্যসভা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীনেশ বলেন, 'চিন্তা করতে করতে এমন এক সময় আসে যখন একটা সিদ্ধান্ত নিতে হয়। আমার এখনও সাড়ে পাঁচ বছর সাংসদ পদে বাকি ছিল। দিল্লিতে বড় বাংলোয় আরাম করে থাকতে পারতাম। কর্পোরেট কোম্পানি দল চালালে কার সঙ্গে কথা বলবো? কথা বলার জন্য কারও কাছে সময় নেই। যাদের রাজনীতির কোন শিক্ষা নেই, তারা আমাদের নেতা হয়ে যান। এই পরিস্থিতিতে একজন মানুষ কী করবে?'

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola