Dinhata Bandh: দিনহাটায় তৃণমূলের বনধ, বন্ধ বাস, ভোগান্তিতে বাসিন্দারা। ABP Ananda Live
লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে দুই মন্ত্রীর বিবাদ ঘিরে গতকাল কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় দিনহাটা (Dinhata News)। মাথা ফাটে দিনহাটার এসডিপিও ও এক তৃণমূলকর্মীর। গতকালের ঘটনার প্রতিবাদে আজ দিনহাটা মহকুমায় ২৪ ঘণ্টা বন্ধের ডাক দিয়েছে তৃণমূল। চলছে না সরকারি-বেসরকারি কোনও বাস, দোকানপাট খোলেনি, বাজারও বন্ধ। সব মিলিয়ে বন্ধের জেরে নাজেহাল দিনহাটার বাসিন্দারা। আজই পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি। দিনহাটা থানায় গেলেন আইজি উত্তরবঙ্গ রাজেশ যাদব, ছিলেন ডিআইজি জলপাইগুড়ি রেঞ্জও। গতকালের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)-সহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের তৃণমূলের।
Tags :
Lok Sabha Election 2024