CV Ananda Bose: রাজ্যপালের কোচবিহার সফর চলাকালীনই ফের অশান্ত দিনহাটার গীতালদহ। ABP Ananda Live

রাজ্যপালের কোচবিহার সফর চলাকালীনই ফের অশান্ত দিনহাটার গীতালদহ। তৃণমূলের অঞ্চল সভাপতি মাফুজার রহমানকে বেধড়ক মারধর, ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল নির্দল প্রার্থীর অনুগামীদের বিরুদ্ধে। গুরুতর আহত তৃণমূল নেতা ও তাঁর সঙ্গীকে কোচবিহারের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আরও ৫ জন আহত। তৃণমূলের অভিযোগ, তাদের প্রার্থীর ছেলেকে আটকে রেখেছিলেন নির্দল প্রার্থী। উদ্ধার করতে গেলে তৃণমূলের অঞ্চল সভাপতির ওপর চড়াও হয় নির্দল প্রার্থীর অনুগামীরা। নির্দলদের নেপথ্যে বিজেপির মদত রয়েছে বলে তৃণমূলের দাবি। নির্দলদের পাল্টা অভিযোগ, তৃণমূলের অঞ্চল সভাপতিই বোমা নিয়ে হামলা চালান।এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত গীতালদহ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola