DYFI Nabanna March: 'চাকরি চাই, শিল্প চাই', নবান্ন অভিযানের ডাক DYFI এর

বেকারদের চাকরি, রাজ্যে নতুন শিল্প সহ একাধিক দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছে সিপিএমের যুব সংগঠন DYFI।  হাওড়া ও শিয়ালদা থেকে দুটি  মিছিল এসে মিলিত হবে কলেজস্ট্রিটে। আজ দুপুর ১টায় সেখান থেকেই শুরু হবে নবান্ন অভিযান।  এর জন্য বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই ডিওয়াইএফ সদস্যরা আসতে শুরু করেছেন। গত বার সিঙ্গুর থেকে শুরু হয়েছিল নবান্ন অভিযান।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola