ECI Bans Mamata Campaigning: 'অগণতান্ত্রিক, সংবিধানবিরোধী সিদ্ধান্ত' আগামীকাল দুপুরে ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়
নির্বাচন কমিশনে ২৪ ঘণ্টা নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল দুপুরে ধরনায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায় (ECI Bans Mamata Campaigning)। ট্যুইট করে তৃণমূল সুপ্রিমো জানিয়েছেন, 'ভারতের নির্বাচন কমিশনের অগণতান্ত্রিক ও সংবিধানবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামীকাল দুপুর ১২ টা থেকে গাঁধী মূর্তির পাদদেশে ধর্নায় বসছি।' আজই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি নির্বাচন কমিশনের। আজ রাত ৮ টা থেকে আগামীকাল রাত ৮ টা পর্যন্ত বহাল থাকবে যে নিষেধাজ্ঞা। পাঁচ পাতার বিবৃতি জারি করে যেমনটা জানিয়েছে কমিশন। তাঁকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, তিনি যাতে এমন কোনও মন্তব্য না করেন, যাতে নির্বাচনী প্রক্রিয়ায় কোনও প্রভাব পড়ে বা আইন-শৃঙ্খলার সমস্যা হয়। আদর্শ আচরণবিধি চলাকালীন তাঁর বিভিন্ন মন্তব্য রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলে জানিয়েছে কমিশন।