EC Bans Mamata Campaign: দুপুর থেকে সন্ধে পর্যন্ত ধর্নায় মমতা, রাতে জোড়া জনসভা
Continues below advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভোটপ্রচারের ওপর একদিনের নিষেধাজ্ঞা জারি। নজিরবিহীন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের (Election Commission)। প্রতিবাদে আজ বেলা ১২টায় গাঁধী মূর্তির পাদদেশে ধর্নায় বসছেন তৃণমূল নেত্রী। ইতিমধ্যেই সেখানে প্রস্তুতি শুরু হয়েছে। নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। পুলিশ আধিকারিকরা ধর্নাস্থল পরিদর্শন করছেন। মনে করা হচ্ছে, আজ সন্ধে পর্যন্ত ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর দুঘণ্টার মধ্যে বারাসাত ও বিধাননগরে জোড়া জনসভা করবেন তৃণমূল নেত্রী।
Continues below advertisement
Tags :
Mamata Banerjee West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections Election Commission Election Commission Of India Model Code Of Conduct Mamata Banerjee Model Code Of Conduct Violation ECI Bans CM Mamata Campaigning EC Bans CM Mamata Campaign Mamata Campaigning Ban Update Mamata Political Campaign Ban Mamata Political Campaign Ban