ECI Bans Mamata Campaigning: মমতার উপর প্রচারে নিষেধাজ্ঞার পরেই বিজেপি নেতাদের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে সরব তৃণমূল-বাম-কংগ্রেস

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি নির্বাচন কমিশনের। আজ রাত ৮ টা থেকে আগামীকাল রাত ৮ টা পর্যন্ত বহাল থাকবে যে নিষেধাজ্ঞা। পাঁচ পাতার বিবৃতি জারি করে যেমনটা জানিয়েছে কমিশন। তাঁকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, তিনি যাতে এমন কোনও মন্তব্য না করেন, যাতে নির্বাচনী প্রক্রিয়ায় কোনও প্রভাব পড়ে বা আইন-শৃঙ্খলার সমস্যা হয়। আদর্শ আচরণবিধি চলাকালীন তাঁর বিভিন্ন মন্তব্য রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলে জানিয়েছে কমিশন। নির্বাচন কমিশনে ২৪ ঘণ্টা নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল দুপুরে ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট করে তৃণমূল সুপ্রিমো জানিয়েছেন, 'ভারতের নির্বাচন কমিশনের অগণতান্ত্রিক ও সংবিধানবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামীকাল দুপুর ১২ টা থেকে গাঁধী মূর্তির পাদদেশে ধর্নায় বসছি।' কমিশনের সিদ্ধান্তের পরেই রাহুল সিনহা, দিলীপ ঘোষের মন্তব্যের বিরুদ্ধেও পদক্ষেপের দাবিতে সরব হয়েছে বাম,কংগ্রেস, তৃণমূল। সুজন চক্রবর্তী বলেন, 'মমতা ভয়ঙ্কর প্ররোচনা দিচ্ছেন এই বিষয়ে কোন সন্দেহ নেই। কিন্তু তার থেকে বেশি প্ররোচনা দিচ্ছেন দিলীপ ঘোষ, সায়ন্তন বসু, রাহুল সিনহা। এই সব বিজেপি নেতাদেরও নির্বাচন প্রচার থেকে বিরত করতে হবে।' অধীর চৌধুরী বলেন, 'এটা মুখ্যমন্ত্রীর যে যোগ্যতা নেই তার প্রমাণ। বিজেপির যে নেতারা এখনও বড় বড় কথা বলছেন তাঁদের গ্রেফতার করা হচ্ছে না কেন?' 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola