এক ঝলকে: পানিহাটিতে বিজেপির ক্যাম্প অফিসে বোমা, মিনাখাঁয় আক্রান্ত বিদায়ী তৃণমূল বিধায়কের স্বামী

Continues below advertisement

মালদায় বিজেপি প্রার্থীকে গুলি। ভর সন্ধ্যায় পুরাতন মালদার সাহাপুর বাজারে হামলা। গলায় গুলি লাগে গোপালচন্দ্র সাহার। ঘটনা ঘিরে বিজেপি (BJP) ও তৃণমূল (TMC) চাপানউতোর। 

পানিহাটিতে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। বিজেপির ক্যাম্প অফিস লক্ষ্য করে বোমা। পাল্টা তৃণমূলের অফিস ভাঙচুর। বিজেপির যুব নেতার বাড়িতেও বোমাবাজি। 

বাংলায় তিন প্রকার নাগরিক। এক নম্বরে অনুপ্রবেশকারীরা, যারা তৃণমূলের প্রিয় ভোটব্যাঙ্ক। উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের সভায় নাগরিকত্ব ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করলেন অমিত শাহ (Amit Shah)। বিজেপি যাতে এনপিআর (NPR), এনআরসি (NRC) না করতে পারে তার জন্য ভোট দিন। পাল্টা আক্রমণ তৃণমূল নেত্রীর। 

মিনাখাঁয় তৃণমূলের বিদায়ী বিধায়কের স্বামীর গাড়িতে হামলা। গাড়ি লক্ষ্য করে গুলি, বোমাবাজির অভিযোগ। পাল্টা বিজেপির মহিলা কর্মীকে মার। সন্দেশখালিতে পুড়ল বিজেপির পতকা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram