এক ঝলকে: জাঙ্গিপাড়ায় ৮৮ নম্বর বুথে পুননির্বাচন, সুজাতার ওপর হামলার ঘটনায় ফের রিপোর্ট তলব কমিশনের

হুগলির (Hooghly) জাঙ্গিপাড়ার (Jangipara) ৮৮ নং বুথে শনিবার পুননির্বাচন। ভোটের দিন সুজাতা মণ্ডল খাঁ-র (Sujata Mondal Khan) উপর হামলায় ফের রিপোর্ট তলব করল কমিশন। ‘ভোট পাবে না বলে গুণ্ডামি করছে বিজেপি’, (BJP) অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ বিজেপির। বাংলায় বিজেপি জিতলে উত্তরপ্রদেশের মতো এখানেও তৈরি করা হবে অ্যান্টি-রোমিও স্কোয়াড, বললেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। ‘আগে নিজের রাজ্যে ইভটিজিং আটকান’ পাল্টা তৃণমূল। কোচবিহারের মাথাভাঙায় তৃণমূল প্রার্থীর উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। শীতলকুচিতে দিলীপ ঘোষের (Dilip Ghosh) উপর হামলার ঘটনায় ১৬ জনকে গ্রেফতার করা হল। মহিষাদলে আক্রান্ত বিজেপি প্রার্থী। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে থানা ঘেরাও। গ্রামবাসীদের বিক্ষোভের জেরে বন্ধ হল হলদিয়া থেকে পারাদ্বীপ পর্যন্ত এলপিজি পাইপলাইনের কাজ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola