CPM Worker Attack Update:বুথ এজেন্ট হিসেবে বসতে মানা গাঙ্গুলিবাগানের সিপিএম কর্মীকে, নিষেধ না মানাতেই কি হামলা?ABP Ananda LIVE

বুথ এজেন্ট হিসেবে বসতে মানা সিপিএম কর্মীকে, নিষেধ না মানায় হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গত কাল, সোমবার, গাঙ্গুলিবাগানে এক সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্তের নাম মঙ্গলাচরণ। শেষ দফা ভোটের আগে খাস কলকাতায় 'আক্রান্ত' সিপিএম। আহত সিপিএম কর্মী বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে পার্টি অফিস থেকে বেরিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন ওই সিপিএম কর্মী। সেই সময়ই হামলা চলে বলে খবর। একদিকে যখন সিপিএম কর্মীকে আক্রমণের ঘটনায় আঙুল উঠছে তৃণমূলের বিরুদ্ধে, তখন পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে প্রকাশ্য়ে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল বিধায়কের অনুগামী অঞ্চল সভাপতি ও তাঁর ছেলে সহ বেশ কয়েক জনকে মারধরের অভিযোগ।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola