Modi Vs Mamata:দুর্নীতি নিয়ে বিরোধীদের নিশানা মোদির, সরব মমতাও।ABP Ananda LIVE
'আগে দুর্নীতি হলে রাঘববোয়ালরা বেঁচে যেত, চুনোপুঁটি ধরা পড়ত। এখন দুর্নীতি নিয়ে সরকারের জিরো টলারেন্স। কেন্দ্রীয় এজেন্সি নিরপেক্ষ ভূমিকা পালন করছে। এখন দুর্নীতির রাঘববোয়ালরা জালে পড়ছে', সপ্তম দফার ভোটের আগে দুর্নীতি নিয়ে ফের বিরোধীদের নিশানা করেছেন প্রধানমন্ত্রী। 'দেশে এজেন্সি রাজ চালাচ্ছে মোদি সরকার', ফের নিয়ে এজেন্সি নিয়ে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ কলকাতায় রোড শো করবেন প্রধানমন্ত্রী। শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত মোদির রোড শো। আজ ভোট প্রচারে জোড়া রোড শো ও একটি জনসভা করবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ও। বিরাটি থেকে বিমানবন্দর পর্যন্ত প্রথম রোড শো করবেন তৃণমূলনেত্রী। এরপর এন্টালি মার্কেট থেকে বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত রোড শো করবেন তিনি। বেহালা চৌরাস্তায় জনসভা করার কথা।
Tags :
Election 2024 Lok Sabha ELection 2024 PM Modi On Corruption CM Mamata Banerjee Attacks Central Agency