হেলিকপ্টারে ভোট-যুদ্ধ
ভাঙা পায়েই খেলব! বিজেপিকে বোল্ড আউট করব! পাথরপ্রতিমার সভা থেকে ফের চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল নেত্রী। বাংলার বাচ্চারাও ফুটবল খেলে! তোমার খেলা হবে স্লোগানে, কেউ ভয় পায় না! পাল্টা কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভোটের মরশুমে বাংলার আকাশে রোদ্দুদের বুক চিরে এখন শুধুই প্রাইভেট চপার, হেলিকপ্টারের শব্দ, নানা আকারের হেলিকপ্টার, কোনওটা ফাইভ সিটার, কোনওটা এইট, তো কোনওটা আরও বেশি, পৌরাণিক কাহিনীতে পুষ্পকরথের নানা গল্পের কথা শোনা যেত, একেকটার একেকরকম আকার, তবে সে সব ছিল গল্প, আর এখন কোনও চপার থেকে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনওটা থেকে অমিত শাহ, কোনওটা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কোনওটা থেকে যোগী আদিত্যনাথ-রাজনাথ সিং-গৌতম গম্ভীর, তো কোনও হেলিকপ্টার মাটিতে নামতেই, বাইরে পা রাখছেন মহাগুরু! উল্লসিত হয়ে চেঁচিয়ে উঠছেন সবাই। আর ৪০ ছুঁইছুঁই তাপমাত্রার মধ্যেই কটাক্ষের যুদ্ধও চরমে উঠছে।