Electoral Bond: কোন দল কত টাকার অনুদান পেয়েছে, নির্বাচন কমিশনের তথ্য প্রকাশ্যে আসতেই দেশজুড়ে হইচই
কোন সংস্থা কত কোটি টাকার নির্বাচনী বন্ড কিনেছে, কোন দল কত টাকার অনুদান পেয়েছে, নির্বাচন কমিশনের তথ্য প্রকাশ্যে আসতেই দেশজুড়ে হইচই পড়ে গেছে। নরেন্দ্র মোদির ইলেকটোরাল বন্ডের যে ধারণা, সেটা বিশ্বের সবচেয়ে বড় তোলাবাজি চক্র। কটাক্ষ করলেন রাহুল গান্ধী। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।
Tags :
Election Commission Lok Sabha Election ELECTORAL BOND Election Day Election Commission Election 2024 Electoral Bond Case