Lok Sabha Election: ১৯ এপ্রিল প্রথম দফায় সর্বাধিক বাহিনী দিয়ে ভোট করতে চায় কমিশন | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: উত্তরপ্রদেশ(uttar pradesh), গুজরাত(gujrat), তেলঙ্গনা (telegana)থেকে পুলিশ নিয়ে আসছে কমিশন(election commission), খবর সূত্রের। ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা নির্বাচন কমিশনের। ১৯ এপ্রিল প্রথম দফায় সর্বাধিক বাহিনী দিয়ে ভোট করতে চায় কমিশন। ইতিমধ্যেই রাজ্যে ১৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, আগামী সপ্তাহে আসছে আরও ১০০ কোম্পানি। ৭০ কোম্পানি ভিনরাজ্যের পুলিশও নিয়ে আসছে কমিশন, খবর সূত্রের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram