Dilip Ghosh: 'ওল্ড ইজ গোল্ড', ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলীপ ঘোষের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: 'ওল্ড ইজ গোল্ড', দলের রাজ্য নেতৃত্বকে লাগাতার আক্রমণের পর ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলীপ ঘোষের। সাতসকালে স্বরূপনগরে মাছ ধরলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তিনি বলেছেন, 'রাজনীতিতে পুরনো লোকেদের ভুললে চলবে না'। 'অজানা জায়গায় এক দেড়মাসের মধ্যে ভোটে জেতা সম্ভব নয়, সেটা জানতাম'। 'যাঁরা আসন বদলের সিদ্ধান্ত নিয়েছেন, তাঁরা ঠিক করেননি'। 'হাতের তালুর মতো চেনা জায়গায় জেতা অনেক সহজ ছিল'। অগ্নিমিত্রা পালকেও নিশানা মেদিনীপুরের প্রাক্তন বিজেপি সাংসদের। 'অগ্নিমিত্রা জানলেন কী করে, কে আসন বদলের সিদ্ধান্ত নিয়েছেন?' 'প্রতি বছর ভোটার বাড়ে, তুলনা করা মূর্খামি'। 'তুলনা করে পিঠ বাঁচানো যায়, পার্টি বাঁচানো যায় না'। 'সংগঠন দুর্বল হয়েছে, সাংগঠনিক বদলের উপরেও মানুষ আস্থা রাখতে পারেনি'। 'নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হলে অনেক পরিশ্রম করতে হয়'। 'পার্টির নেতা বানানো যায়, জনগণের নেতা বানানো যায় না'। 'যাঁরা আমরা-ওঁরা করেন, তাঁরা বিজেপির কেউ না'। 'অর্জুন সিংহকে দলে ফেরানো ঠিক হয়েছে কিনা, মানুষ বলবে'।