WB Panchayat Election 2023: আজকেও কমিশনের কেউ আদালতে নেই, তারা কেন সক্রিয় নয় ? প্রশ্ন প্রধান বিচারপতির। ABP Ananda Live
রাজ্য নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া পর্যাপ্ত নয়, শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলায় প্রাথমিক পর্যবেক্ষণ হাইকোর্টের। আজকেও কমিশনের কেউ আদালতে নেই, তারা কেন সক্রিয় নয় ? প্রশ্ন প্রধান বিচারপতির। 'পুনরায় নির্বাচনের জন্য কমিশনের কাছে দেওয়া তালিকা অনুযায়ী কী সিদ্ধান্ত তা জানানো প্রয়োজন ছিল'। 'খুব দুঃখের যে, ফল। ঘোষণার পরে রাজ্য অশান্তি আটকাতে পারছে না, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না'। 'যদি রাজ্য তার বাসিন্দাদের নিরাপত্তা দিতে না পারে তাহলে সেটা উদ্বেগের'। মামলার ভবিষ্যতের উপর জয়ী প্রার্থীদের ভাগ্য নির্ভর করবে, এটা মনে রাখতে হবে, পর্যবেক্ষণ আদালতের। 'নির্বাচন সংক্রান্ত সব নথি সংরক্ষণ করতে হবে'। 'ব্যালট, সিসিটিভি ফুটেজ সহ সব তথ্য সংরক্ষণ করবে নির্বাচন কমিশন'। সব অভিযোগ নিয়ে রাজ্য ও কেন্দ্র ও রাজ্য নির্বাচন কমিশনের হলফনামা তলব। ২০ জুলাই এই মামলার পরবর্তী শুনানি