Exit Poll: দেশে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি? কী বলছে সমীক্ষা? ABP Ananda Live

Continues below advertisement

LokSabha Election 2024: এবিপি সি ভোটারের বুথফেরত সমীক্ষা অনুয়ায়ী ওড়িশায় বিজেপি পেতে পারে ১৭-১৯টি আসন। বিজেডি পেতে পারে ১-৩ বিজেডি। I.N.D.I.A জোটের হাতে আসতে পারে ০-১ টি আসন। এবিপি সি ভোটারের বুথফেরত সমীক্ষা অনুয়ায়ী ওড়িশায় বিজেপি পেতে পারে ১৭-১৯টি আসন। বিজেডি পেতে পারে ১-৩ বিজেডি। I.N.D.I.A জোটের হাতে আসতে পারে ০-১ টি আসন। এবিপি সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, দেশে এনডিএ পেতে পারে ৩৫৩-৩৮৩টি আসন। I.N.D.I.A পেতে পারে ১৫২-১৮২টি আসন। অন্যরা পেতে পারে ৪-১২টি আসন। সি ভোটারের এক্সিট পোল অনুযায়ী, দেশের মধ্য়ে সবথেকে বেশি লোকসভা আসন যে রাজ্য়ে, সেই উত্তরপ্রদেশে আগেরবারের চেয়ে আসন সামান্য় কমলেও, ৮০টি আসনের মধ্য়ে ৬২ থেকে ৬৬টি আসন পেতে পারে বিজেপি নেতৃত্বাধীন NDA। ১৫ থেকে ১৭টি আসন যেতে পারে কংগ্রেস ও সমাজবাদী পার্টির ঝুলিতে। জম্মু-কাশ্মীরের ভোটে এবার কী হবে? সি ভোটারের বুথফেরত সমীক্ষায়, I.N.D.I.A জোট পেতে পারে ০-২ আসন, পেতে পারে ৩২.৮ শতাংশ। এনডিএ পেতে পারে ১-২টি আসন, পেতে পারে ৩২% ভোট। ২-৩ টি আসন পেতে পারে অন্যরা।   

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram