ফটাফট: এবার BJP-র পরিবর্তন যাত্রার পাল্টা 'দিদির দূত' কর্মসূচি TMC-র, কটাক্ষ গেরুয়া শিবিরের
মিনাখাঁয় তৃণমূল (TMC) ছেড়ে বিজেপিতে (BJP) যাওয়া বাবু মাস্টারের উপর হামলা। বাসন্তী হাইওয়েতে গাড়ি ঘিরে গুলি, বোমা। অ্যাপেলোয় ভর্তি তিনি। ভরতি। স্পিড ব্রেকারের কাছে গাড়ি থামতেই শুভেন্দু (Suvendu Adhikari) ঘনিষ্ঠ নেতার উপর হামলা। নেপথ্যে তৃণমূল। অভিযোগ বিজেপির। দুষ্কৃতী হওয়ায় শত্রু ছিল। পাল্টা জ্য়োতিপ্রিয়।
ভোটের মুখে পরপর বঙ্গ সফরে মোদি (Narendra Modi), অমিত শাহ (Amit Shah)। ২২ ফেব্রুয়ারি হুগলিতে প্রধানমন্ত্রীর জনসভা। ১৮ ফেব্রুয়ারি কাকদ্বীপে রথযাত্রার সূচনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
তৃণমূলে দমবন্ধ তাই বিজেপির আইসিইউতে। নাম না করে দীনেশ ত্রিবেদীকে নিশানা করলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায় (Abhishek Banerjee)। যখন পার্টি শুরু করেছিলাম তখন অভিষেক বাচ্চা ছিলেন বলে কটাক্ষ দীনেশ ত্রিবেদীর।
পরিবর্তন যাত্রার এবার পাল্টা এবার 'দিদির দূত'। ভোটের মুখে জনসংযোগ বাড়াতে পাল্টা কর্মসূচি ঘোষণা করলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। পরিবর্তন যাত্রা থেকে তৃণমূলকে নিশানা করতে ছাড়েনি বিজেপি।