ফটাফট: টানা ৯ দিন উর্ধ্বমুখী জ্বালানির দাম, গড়ফা থানার ঢিল ছোড়া দূরত্বে বেআইনিভাবে মজুত গ্যাস সিলিন্ডার
টানা নয় দিন জ্বালানির উর্ধ্বমুখী দাম। কলকাতায় পেট্রলের দাম আরও ২৪ পয়সা বেড়ে হল লিটারে ৯০টাকা ৭৮ পয়সা। ডিজেলের দাম বাড়ল আরও ২৫ পয়সা। লিটার প্রতি দাম ৮৩টাকা ৫৪ পয়সা। গড়ফা থানার ঢিল ছোড়া দূরত্বে বেআইনিভাবে মজুত গ্যাস সিলিন্ডার। রান্নার সময় ঝুপড়িতে আগুন। অগ্নিদগ্ধ দুই। আতঙ্কে খালে সিলিন্ডার ফেললেন স্থানীয়রা। এবার চা চক্রে পুরস্কারের 'টোপ' বিজেপির (BJP)। যোধপুর পার্কে দিলীপ ঘোষের (Dilip Ghosh) চা চক্রে কুপন বিলি করে 'লাকি ড্র'-এর মাধ্যমে বিজেতা বেছে নিয়ে দেওয়া হল পুরস্কার। লোক হচ্ছে না তাই পুরস্কারের 'টোপ'। কটাক্ষ তৃণমূলের (TMC)। এবার ভোটে ত্রিমুখী লড়াই হবে। আসন সমঝতা চূড়ান্ত করার পর আলিমুদ্দিনে পাশাপাশি বসে এই বার্তা দিল বাম-কংগ্রেস। তবে জোটে আগ্রহী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে (ISF) কটি আসন ছাড়া হবে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে সূত্রের খবর। সঙ্গে দেখুন অন্য খবর।