ফটাফট: কয়লা ও গরু পাচারকাণ্ডে বিনয় মিশ্রের বাড়িতে ED-র অভিযান ও সঙ্গে অন্য খবর

Continues below advertisement

রাজ্যসভার অধিবেশনে তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদীর (Dinesh Trivedi) বেনজির ইস্তফা। নাম না করে পিকে-র বিরুদ্ধেও সরব দীনেশ ত্রিবেদী। সাংসদ পদে ইস্তফা দিয়েই তৃণমূলকে (TMC) আক্রমণে দীনেশ। তৃণমূল আর মমতার দল নয়, কটাক্ষ দীনেশের। শুভেন্দুদের সুরেই তৃণমূলকে আক্রমণ দীনেশের, ঠিক করলেন না, কটাক্ষ সৌগত রায়ের। তৃণমূলের সাংসদ পদে ইস্তফা, এবার কি বিজেপিতে (BJP) দীনেশ? বজায় রাখলেন ধোঁয়াশা। বিজেপিতে আসলে খুশি হব, বললেন অর্জুন (Arjun Singh)। আরও আসবেন, দাবি রাজীবের (Rajib Banerjee)। এবার বেসুরো বিজেপিতে যোগ দেওয়া বনগাঁ উত্তরের বিধায়ক। কেউ কেউ উস্কানি দিচ্ছে, বিশ্বজিৎ দাস প্রসঙ্গে কটাক্ষ শান্তনু ঠাকুরের। আরও অনেকেই বেসুরো হবেন, কটাক্ষ জ্যোতিপ্রিয় মল্লিকের। কয়লা ও গরু পাচারকাণ্ডে বিনয় মিশ্রের বাড়িতে অভিযান ইডির। কয়লা কাণ্ডে হাইকোর্টে অনুপ মাঝির আবেদন খারিজ। মার্কিন মুলুকের ছায়া হরিয়ানাতে। রোহতকে কলেজে ঢুকে কোচ, খেলোয়াড়দের গুলি। ২ মহিলা কুস্তীগির-সহ নিহত ৫, আহত ৩।  রাত ১০টা ৩৪ মিনিটে কেঁপে উঠল দিল্লি, নয়ডা, পঞ্জাব, হরিয়ানা, শ্রীনগর। অন্যদিকে তামিলনাড়ুর বাজি কারখানায় ভয়াবহ আগুন, শোক প্রকাশ করে ট্যুইট করেছেন নরেন্দ্র মোদি। সমঝোতার নামে চিনের হাতে ভারতের জমি তুলে দেওয়ার অভিযোগ রাহুলের (Rahul Gandhi), খারিজ প্রতিরক্ষা মহলের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram