ফটাফট: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ১৮৮ জন, সঙ্গে অন্য খবর

Continues below advertisement

এবার আসল পরিবর্তন হবে বাংলায়, বিধানসভা ভোটের প্রচারে এসে ব্রিগেডে হুঙ্কার নরেন্দ্র মোদির। পরিবর্তন হবে দিল্লিতে, পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রিগেডের সমাবেশেও এবার মোদির মুখে খেলা হবে প্রসঙ্গ। মোদির ব্রিগেডে বিজেপিতে যোগ বাঙালিবাবুর। উত্তরীয় পরিয়ে, পদ্ম পতাকা দিয়ে মিঠুনকে স্বাগত জানালেন কৈলাস, দিলীপ। মোদিকে উত্তরীয় পরালেন মিঠুন। শুক্রবার থেকে ক্যাম্পেন শুরু। বিজেপিতে ) যোগ দিয়েই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মিঠুন (Mithun Chakraborty)। তৃণমূলে যোগ ভুল সিদ্ধান্ত, প্রতিক্রিয়া মিঠুনের। ব্রিগেডে মোদির সমাবেশে তারকার হাট। যশ, শ্রাবন্তী, রুদ্রনীল থেকে রিমঝিম, হাজির ছিলেন অনেকেই। যদিও প্রধানমন্ত্রীর মঞ্চে জায়গা হল না তাঁদের। অন্যদিকে শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর মিছিলে পা মেলালেন নুসরত এবং মিমি। আজই বিজেপিতে যোগ দিচ্ছেন সোনালি গুহ (Sonali Guha)। অভিমান থেকেই সিদ্ধান্ত, জানালেন বিদায়ী তৃণমূল বিধায়ক। ব্রিগেডের (Brigade Parade Ground) সভায় মোদির মুখে পিসি-ভাইপো। শিলিগুড়ির সভা থেকে আক্রমণ মমতার। ২৪ ঘণ্টায় করোনাতে মৃত্যু হয়েছে ১ জনের। আক্রান্ত ১৮৮ জন। মোট আক্রান্ত ৫ লক্ষ ৭৬ হাজার ৬২৩। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ হাজার ২৭৮ জনের। সুস্থতার হার ৯৭.৬৭ শতাংশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram