Shivraj Singh Chouhan: মধ্য়প্রদেশে শিবরাজ সিং চৌহানের বাড়িতে উৎসবের মেজাজ। ABP Ananda Live

Continues below advertisement

Assembly Elections Result: লোকসভা ভোটের (Loksabha Vote) আগে বিজেপির (BJP) জয়জয়কার। সেমিফাইনালে বিজেপির (bjp) 'ছক্কা', 'আউট' কংগ্রেস। হিন্দি বলয়ের হৃদয়ে মোদি, ধরাশায়ী কংগ্রেস (Congress)। ৪ রাজ্য়ের মধ্য়ে ৩ রাজ্য়েই সিংহাসনের পথে বিজেপি। মোদি-ঝড়ে ৩ রাজ্য়ে দাঁড়াতেই পারল না কংগ্রেস। মোদিতেই পূর্ণ আস্থা হিন্দি বলয়ের। ৫ বছরেই রাজস্থান, ছত্তীসগঢ়ে (Chhattisgarh) ধূলিস্য়াৎ কংগ্রেস। ১৬ বছর পরও ফের মধ্য়প্রদেশের পছন্দ বিজেপি। কমলনাথের রাজ্য়ে ফের ফুটল বিজেপির 'কমল'। 'হাত'-এর ভরসা শুধু তেলঙ্গানা, দক্ষিণের পার্টিতে পরিণত হল কংগ্রেস। মধ্য়প্রদেশে শিবরাজ সিং চৌহানের বাড়িতে উৎসবের মেজাজ। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram